181. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে।
সঠিক উত্তর: (ঘ)
তথ্য:টেরাকোটা একটি ল্যাটিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ
পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল প্রকার দ্রব্য
টেরাকোটা নামে পরিচিত ।পোড়ামাটির ফলকের অপর নাম
টেরাকোটা
উত্তর: খ
184. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট
হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
185. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
ব্যাখ্যা: Ductility =
Maximum elongation of gauge length Original gauge length
যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
187. . The maximum bending moment of a simply supported beam subjected to uniformly distributed load occurs [সাধারনভাবে স্থাপিত একটি বীম সমভাবে বিস্তৃত লোডের অধীনে এর সর্ব্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে)
189. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
192. বস্তুর দৈর্ঘ্যর পরিবর্তনের হেতু Strain কে বলা হয়-
ব্যাখ্যা: দৈর্ঘ্য বিকৃতিকে বলে Linear strain পার্শ্ব বিকৃতিকে বলে
Lateral strain আয়তন বিকৃতিকে বলে Volumetric strain
এবং শিয়ার বিকৃতিকে বলে Shear strain।
সঠিক উত্তর: (ক)
198. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয়
যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত
উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত।
আসুন কনফিউশন দূর করি:
অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
ব্যাখ্যা: ৬০ গ্রেড স্টিল (মেট্রিক গ্রেড ২৮০): ৬০ গ্রেড স্টিল বলতে বুঝায় স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ psi একে গ্রেড বলে। অন্যভাবে, এই স্টিল ৬০,০০০ psi টেনশন রেজিস্ট করতে পারে।