স্ট্রাকচারাল মেকানিক্স MCQ
141. Modular ratio of the two material is the ratio of- linear stress to linear strain [MOD-20]
ব্যাখ্যা: Modular ratio of the two materials is the ratio of their modulus of elasticity's. El/E2 = modular ratio
shear stress to shear strain
their modulus of elasticities
linear stress to linear strain
their modulus of rigidities
142. নিম্নোক্ত কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S. rod-এর Tensile Test করা হয়? [MODMR-04]
143. 6N ও ৪N-এর দুটি বল পরস্পর 90° কোণে কাজ করছে, তাদের লব্ধিবল কত হবে? [DM-19]
ব্যাখ্যা: এখানে, P=6N, Q=8N এবং θ= 90°
.: লব্ধি, R = √(P^2+Q^2+2PQcosθ)=√√(6^2+8^2+2PQcos90)° = 10 N (Ans.)
144. এক অশ্ব শক্তি (HP) নিচের কোনটির প্রায় সমতুল্য? (MOE-04, 05)
145. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া-[MOLE-19]
ব্যাখ্যা: অর্ধবৃত্তের মোমেন্ট অব ইনার্শিয়া, I=(πr)^4/8
146. বস্তুর যে ধর্মের কারণে এর উপর ক্রমাগত টান প্রয়োগ করলে তা কোনো ব্যর্থতা ছাড়া লম্ব হতে থাকে, তাকে -----বলে। [BGFCL-21]
147. π-এর মান- [MOE-04, 05]
148. ত্রিভুজের ভূমি a এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া হবে- [MOEF-19]
ব্যাখ্যা: ত্রিভুজের ভূমি বরাবর moment of inertia, I=(bh)^3/12 এবং ত্রিভুজের ভরকেন্দ্র বরাবর moment bh of inertia. I=(bh)^3/36
149. বলের মোমেন্ট অব ইনার্শিয়া- [MOCA-19]
[Note: Moment of inertia unit kg-m²]
ক্ষেত্রফল x (লম্ব দূরত্ব)^2
150. Reinforcing steel-এর modulus of elasticity. (Es.) এর মান কত? [PWD-04]
151. যদি দুটি কলও) একই সরল রেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি হবে- (LGED-19]
ব্যাখ্যা: P ও Q বল দুটি একই সরল রেখায় একই দিকে কাজ করলে বলম্বয়ের লব্ধি, R = P+Q
P ও Q বল দুইটি পরস্পর সমকোণে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R = R=√(P^2+Q^2 )
152. কংক্রিট সংকোচন শক্তি (Compressive Strength) এবং প্রসারণ শক্তি (Tensile Strength)-এর অনুপাত সাধারণত- [MOE-04, 05]
ব্যাখ্যা: কংক্রিটের সংকোচন শক্তি ও প্রসারণ শক্তির অনুপাত= সংকোচন শক্তি /প্রসারণ শক্তি = ১০/১=১০। যেহেতু সংকোচন শক্তি প্রসারণ
শক্তির চেয়ে ১০ গুণ বেশি।
153. এক নিউটন সমান =? [MOE-04, 05]
154. এক Pa (Pascal) সমান কত? (R&H-06; MODMR-06)
155. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে- [ΜΟΕ-04, 05]
156. এক ন্যানোমিটার সমান =?[ MOE-04, 05]
157. w ওজনের বস্তু h উচ্চতায় অবস্থানের কারণে অর্জিত শক্তির পরিমাণ- [MODMR-06]
158. 50mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ (stress) হবে- [MOE-04, 05]
ব্যাখ্যা: Stress =P/A =5/50=0.1 MPa
159. বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হেতু strain-কে বলা হয়- [MODMR-04]
160. পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?[MOE-04, 05]
পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস /দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/পার্শ্ব হ্রাস
Showing
141
to
160
of
203
results
Test Mode
Reading Mode