161. Moment of Inertia-এর একক হলো- [TTC-21; BADC-22]
ব্যাখ্যা: মোমেন্ট অব ইনার্শিয়া (Moment of inertia): কোনো ক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট অক্ষ হতে এদের
দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ঐ ক্ষেত্রের মোমেন্ট অব
ইনার্শিয়া বলে। ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে
মোমেন্ট অব ইনার্শিয়ার একক নিম্নরূপ-
(ক) ক্ষেত্রফল বর্গমিটার এবং দূরত্ব মিটার হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (মিটার)^4' বা ' m^4
(খ) ক্ষেত্রফল বর্গ সেমি এবং দূরত্ব সেমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (সেমি)^4 বা (cm)^4
(গ) ক্ষেত্রফল বর্গ মিমি এবং দূরত্ব মিমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (মিমি)^4 বা (mm)^4
(ঘ) ক্ষেত্রফল বর্গফুট এবং দূরত্ব ফুট হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (ফুট)^4 বা (ft)^4
ব্যাখ্যা: স্থিতিস্থাপকতা: ধাতুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগ করলে বিকৃতি লাভ করে এবং লোড সরিয়ে নিলে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসে, তাকেই ঐ ধাতুর স্থিতিস্থাপকতা বলে। এই গুণের অধিকারী সকল বস্তুর ক্ষেত্রেই বিকৃতি সৃষ্টিকারী লোড অপসারণ করলেই বিকৃতি দূরীভূত হয়। রাবারের এই গুণ বিদ্যমান। ইস্পাতও স্থিতিস্থাপক গুণের অধিকারী। পরীক্ষা করে দেখা যায়, রাবার থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অধিক। অর্থাৎ, ইলাস্টমার হলো একটি পলিমার, যা স্থিতিস্থাপকতার গুণাবলিসম্পন্ন।
170. স্টিলের Young's modulus of elasticity হবে- [MOLE-19, BB-21]
ব্যাখ্যা: স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = থেকে 215Gpa বা 215 kN/mm² 200 Gpa বা 200 kN/mm² কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = 30 Gpa বা 20 kN/mm² থেকে 60 Gpa.
172. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য? [TTC-21]
ব্যাখ্যা: ল্যামির সূত্র প্রয়োগের শর্তসমূহঃ
১। বস্তুতে অবশ্যই তিনটি (৩) বল কাজ করতে হবে
২। বল তিনটি অবশ্যই ভারসাম্য অবস্থায় থাকবে।
৩ । সকল কলসমূহ বস্তু হতে কনভারজিং (Converging)
অথবা, ডাইভারজিং (Diverging) হতে হবে।
175. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
ব্যাখ্যা: ভঙ্গুরতা (Brittleness): বস্তুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভেঙে যায়, তাকে বস্তুর ভঙ্গুরতা বলে। এটি টাফনেসের বিপরীত এবং এই গুণের অধিকারী বস্তুতে প্লাস্টিসিটি থাকে না। ঢালাইলোহা (Cast Iron), কাচ (Glass), ইট (Brick), কংক্রিট (Concrete) প্রভৃতি ভঙ্গুর পদার্থের উদাহরণ।
ব্যাখ্যা: ইংরেজ পদার্থবিজ্ঞানী রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) বস্তুর স্থিতিস্থাপকতার একটি বিশেষ ধর্ম ১৬৭৬ সালে সূত্রের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্র হুকের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার (Elastic limit) মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।