58. নিচের কোনটি প্রাইমারি দূষক?
ব্যাখ্যা যে সকল পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী তাদেরকে দূষক বলে। যেসব দূষক কোনো উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে দূষণ ঘটায় তাদের প্রাইমারি দূষক বলে। যেমন- SO2, NO, NO2, CO, CO₂, হাইড্রোকার্বনসমূহ, ছাই, ধুলিকণা ইত্যাদি। প্রাইমারি দূষক থেকে সৃষ্ট দূষকগুলোকে সেকেন্ডারি দুষক বলে। যেমন SO3, NO2, N2O5 HNO3, H2SO4 ইত্যাদি।