159. The poem To His Coy Mistress' was written by:
ব্যাখ্যা "To His Coy Mistress'-এর রচয়িতা Andrew Marvell একজন metaphysical poet। তিনি হলেন মহাকবি Milton-এর বন্ধু। তার আরেকটি বিখ্যাত কবিতা The Definition of Love John Donne হলেন Father/lender of Metaphysical Poets। তাঁকে Poet of Love-ও বলা হয়। তার বিখ্যাত কবিতাসমূহ- The Good Morrow, The sun Rising. The Canonization, The Flea, A Valediction: Forbidding Mourning ইত্যাদি। George Herbert ছিলেন একাধারে কবি ও যাজক। তার বিখ্যাত কবিতাসমূহ- The Collar, The Temple, The Easter Wings, On the Progress of Soul Henry Vaughan-ও ছিলেন বিখ্যাত Metaphysical Poet/ তিনি প্রধানত তার ধর্মীয় কবিতার জন্য বিখ্যাত ছিলেন।