172. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ব্যাখ্যা :যে সকল অন্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। মনের উচ্ছ্বাস, স্বীকৃতি বা অস্বীকৃতি, সম্মতি, সমর্থন, যন্ত্রণা, ঘৃণ্য বা বিরক্তি, সম্বোধন, সম্ভাবনায় অনন্বয়ী অব্যয় ব্যবহৃত হয়। যেমন- (১) তুমি তো ভারি সুন্দর আঁকা (ii) মরি মরি। কী সুন্দর প্রভাতের রূপ! (iii) ছি ছি, তুমি এত নীচ। অন্যদিকে, যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে। যেমন: ওকে দিয়ে এ কাজ হবে না। (দিয়ে অনুসর্গ অব্যয়)। আর যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন: বজ্রের ধ্বনি- কড় কড়।