65. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট হলো দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং মুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় ৪,২২,৪৬৬ বর্গকিমি। ভিক্টোরিয়া মরুভূমিতে তুলনামূলকভাবে অনেক বজ্রঝড় হয়। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর 'গ্রেট ব্যারিয়ার রিফ' অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাছাড়া বিশ্বের বৃহত্তম মরুভূমি 'সাহারা মরুভূমি' আফ্রিকা মহাদেশে অবস্থিত।