91. বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
[Note: Geographical Indication (GI) বা ভৌগোলিক নির্দেশক পণ্য বলতে এমন সব পণ্যকে বোঝায়, যা একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে সেই অঞ্চলের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (World Intellectual Property Organization)। বর্তমানে বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পণ্য ১৭টি। যথা:। জামদানি শাড়ি, বাংলাদেশের কি ইলিশ, iii. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, . বিজয়পুরের সাদা মাটি, ১. দিনাজপুর কাটারিভোগ, vi. বাংলাদেশ কালিজিরা। tii. রংপুরের শতরঞ্জি, vii. রাজশাহী সিল্ক, ix. ঢাকাই মসলিন, 1. বাগদা চিংড়ি, xi. রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, xii. শেরপুরের তুলশীমালা ধান, xiii. চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, এ, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, ১০. বগুড়ার দই, xui, বাংলাদেশের শীতলপাটি এবং xvii. নাটোরের কাঁচাগোল্লা (৩০ নভেম্বর ২০২৩)।