Appropriate Preposition MCQ
21. We should take vaccine...... all spreadable diseases.
Vaccine against something অর্থ টিকা দেয়া। সুতরাং শূন্যস্থানে against বসবে।
22. I met him.... the way.
On the way অর্থ গমনরত অবস্থা বা পথে। শূন্যস্থানে on বসালে বাক্যটির অর্থ: আমি চলতি পথে তার সাক্ষাৎ পেলাম।
23. The principal made an inquiry..... the case.
Make an inquiry into something অর্থ কোনো কিছু তদন্ত করা। সুতরাং শূন্যস্থানে into বসবে। আর প্রদত্ত বাক্যটির অর্থ: অধ্যক্ষ ঘটনাটি তদন্ত করল।
24. You cannot get this book…such a price.
At such a price অর্থ এই দামে। At-যোগে বাক্যটির বাংলা: তুমি এমন দামে এই বইটি পাবে না।
25. I congratulate you... your success.
: Congratulate somebody on something কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। সুতরাং শূন্যস্থানে your success-এর পূর্বে on বসবে।
26. One of my uncles died..... malaria
Die of a disease অর্থ কোনো রোগে মারা যাওয়া। Of বসিয়ে বাক্যটির বাংলা: আমার চাচাদের একজন ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিলো।
27. Rashed will come to Bangladesh…. plane.
যানবাহন (train, plane, rickshaw, bus) দ্বারা ভ্রমণ করা বোঝালে তার পূর্বে by preposition বসে। শূন্যস্থানে by বসিয়ে বাক্যটির বাংলা: রাশেদ প্লেনে করে/চড়ে বাংলাদেশে আসবে।
28. The doctor was worried ...... the patient.
Worried about somebody অর্থ কাউকে নিয়ে উদ্বিগ্ন
29. He was absent due…. rain.
Due to something অর্থ কোনোকিছুর কারণে। শূন্যস্থানে to বসিয়ে বাক্যটির বাংলা অর্থ হবে- সে বৃষ্টির কারণে অনুপস্থিত ছিল।
30. Soldiers were deployed..... the border of the country.
Depolyed along the boarder of the country অর্থ দেশের সীমানার চারদিকে মোতায়েনকৃত। Along the boarder তাই সঠিক উত্তর (ঘ)।
31. The man was blind..... his left eye.
Blind of অর্থ without sight (দৃষ্টিহীন)। আর Blind to অর্থ দোষের প্রতি অন্ধ।
32. He lives…. Mirpur in Dhaka.
ছোট স্থানের পূর্বে at আর বড় স্থানের পূর্বে in বসে। যেহেতু Mirpur ছোট স্থান সেহেতু-এর পূর্বে at preposition টি ব্যবহৃত হবে।
33. He was surprised.. the news.
Be surprised at something অর্থ কোনো বিষয়ে আশ্চর্য হওয়া। সুতরাং শূন্যস্থানে at বসবে।
34. I am accustomed .... such a life.
Accustomed to something অর্থ কোনো কিছুতে অভ্যস্ত।
35. I can give you no assurance...... help.
: Assurance of something অর্থ কোনো কিছুর নিশ্চয়তা। সুতরাং শূন্যস্থানে of বসবে এবং বাক্যটির বাংলা অর্থ: আমি তোমাকে সাহায্যের নিশ্চয়তা দিতে পাচ্ছি না।
36. May I come…. sir.
May I come in sir? অর্থ আমি কি ভেতরে প্রবেশ করতে পারি স্যার? Come in অর্থ ভেতরে প্রবেশ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
37. The answer was written.... blue ink.
In blue ink অর্থ blue pen দিয়ে লেখা বা সাইন করা।
38. The judge acquitted him.... the charge.
Acquit somebody of something-কাউকে কোনো কিছু থেকে অব্যাহতি দেয়া।.
39. Employees must adhere..... some rules se..... the management.
Adhere to-দৃঢ়ভাবে লেগে থাকা। Set by the managment-management কর্তৃক স্থিরকৃত। সুতরাং সঠিক উত্তর to, by.
40. His friends mourned..... the death..... his mother.
Mourn over something অর্থ কোনো কিছুতে শোক করা, শোকসন্তপ্ত হওয়া। আর the death of his mother অর্থ তার মায়ের মৃত্যু। শূন্যস্থানে over এবং of বসিয়ে বাক্যটির অর্থ তার বন্ধুরা মায়ের মৃত্যুতে শোক করল।
Showing
21
to
40
of
248
results
Test Mode
Reading Mode