Appropriate Preposition MCQ
161. We should live..... harmony others.
Live in harmony with somebody অর্থ কারো সাথে খাপ খাওয়ায়ে বসবাস করা। সুতরাং শূন্যস্থানে in, with বসবে।
162. The ministers arrived….. a decision last night.
Arrive at a decision অর্থ সিদ্ধান্তে পৌঁছা। সুতরাং শূন্যস্থানে at বসবে।
163. Every driver must be held….. his own actions.
Be held responsible for something অর্থ কোনো কিছুর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা। Responsible for যোগে বাক্যটির বাংলা প্রতিটি ড্রাইভারকে তার নিজ কর্মকাণ্ডের জন্য দায়ী করতে হবে।
164. Fill in the with appropriate preposition: He unfortunately died ...... overtaking.
অতিরিক্ত কোনো কিছুর পরিণতিরূপে মারা যাওয়া অর্থে die from ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে from বসবে।
165. She was blessed....... a son.
Be blessed with something অর্থ কোনো কিছু দিয়ে আশীর্বাদপুষ্ট। সুতরাং শূন্যস্থানে with ব্যবহৃত হবে।
166. She is named…… her grandmother. Fill in the blank with
Name after someone অর্থ কারো নামানুসারে নাম রাখা। সুতরাং শূন্যস্থানে after বসবে। After যোগে বাক্যটির বাংলা তার দাদীর নামানুসারে তার নাম রাখা হয়েছে।
167. Credit Tk. 5,000..... my account.
Credit something to something অর্থ হিসাব নিকাশের জমার ঘরে শামিল করা। To যোগে বাক্যটির বাংলা: আমার হিসাবে পাঁচ হাজার টাকা জমা কর।
168. The lady prides herself……her beauty.
"Pride herself on/upon something অর্থ অহংকার বোধ করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
169. He made himself indispensable ….. is office.
Indispensable to অর্থ অপরিহার্য, অত্যাবশ্যক। To যোগে বাক্যটির বাংলা: অফিসে সে নিজেকে অপরিহার্য করে তুলেছিল।
170. I have applied for the post of a Lecturer ….. English
Subject-এর পূর্বে in prepositionটি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা: আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
171. To complete the sentence 'He is always busy to find …… his faults'.
Find out অর্থ অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা। সুতরাং শূন্যস্থানে out বসবে।
172. Please pass the book …… to her when you've finished reading it.
Pass something on to somebody অর্থ নিজে পেয়ে এবং ব্যবহার করে অন্য কাউকে দিয়ে দেওয়া। সুতরাং শূন্যস্থানে on বসবে।
173. 'The professor ..... Australia amazed the students with her stories. Fill in the blank with-
Professor from Australia অর্থ Ausralia থেকে আসা Professor. From যোগে বাক্যটির বাংলা: অস্ট্রেলিয়া থেকে আগত অধ্যাপিকা তার গল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিস্ময়াভিভূত করলেন।
174. Find out the correct word from followings to fill in the blank of the sentence-He spent the entire afternoon ….. the phone.
'On the phone' অর্থ ফোনে কথা বলতে ব্যস্ত। On যোগে বাক্যটির অর্থ: তিনি সারা বিকেলটা ফোনে কথা বলে কাটিয়েছিলেন।
175. He prohibited me….
Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ/বারণ করা। সুতরাং শূন্যস্থানে from doing it বসবে।
176. 'Amenable' শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
'Amenable' শব্দের সাথে সঠিক prepositionটি হলো to amenable to অর্থ চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন।
177. The Ambassador called…… the president.
Call on/upon somebody অর্থ কারো সাথে সাক্ষাত করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
178. Nasim will discuss the issue with Rafiq…..phone .
Phone-এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা: নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
179. Who informed the police …… the matter.
Inform somebody of something অর্থ কাউকে কোনো কিছু জানানো বা অবহিত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিষয়টি কে পুলিশকে অবহিত করল?
180. The police ruled …… the possibility that she was murdered.
Rule out অর্থ বাদ দেওয়া, বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা। Out যোগে বাক্যটির বাংলা: তাকে হত্যা করার সম্ভাবনা পুলিশ বাতিল করে দিল।
Showing
161
to
180
of
248
results
Test Mode
Reading Mode