Appropriate Preposition MCQ
121. I have no prejudice ........ poetry.
Prejudice against + sth- কিছু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত।
122. They travelled to Savar …..
Travel on foot-পায়ে হেঁটে ভ্রমণ করা। তারা পায়ে হেঁটে সাভার গিয়েছিল।
123. My friend always goes home …… foot.
Go on foot পায়ে হেঁটে যাওয়া। আমার বন্ধু সর্বদা পায়ে হেঁটে বাড়ি যায়।
124. He has been ill …… Friday last.
সুনির্দিষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়। Since বসিয়ে বাক্যটির বাংলা: সে গত শুক্রবার থেকে অসুস্থ।
125. Keat's poems are instinct ...... patriotism. Fill in the blanks with appropriate word.
Instinct for + sth কোনো কিছুর প্রতি সহজাত প্রবৃত্তি। Keats' poems are
instinct for patriotism |
126. I trusted him ....... the money.
Trust somebody with something অর্থাৎ কাউকে বিশ্বাস করে কোনো কিছুর দায়িত্ব দেওয়া। I trusted him with the money বাক্যটির অর্থ আমি বিশ্বাস করে তাকে টাকা দেখাশুনার দায়িত্ব দিলাম।
127. I prefer tea..... cofee.
Prefer-এর পরে দুটি noun থাকলে দুটি noun-এর মাঝে তুলনা বোঝাতে দুটি মাঝে than না বসে to বসে।
128. Time trips …… on rosy wings. Which prepositions is appropriate for the blank space of the sentence?
"Trip by on rosy wings' একটি phrase। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে by বসবে। 71. Keat's poems are instinct-patriotism.
129. He has no control….. himself.
Control over somebody অর্থ কারো উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব। শূন্যস্থানে over বসিয়ে বাক্যটির বাংলা-তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই।
130. Rahim discourages me…… borrowing.
Discourage somebody from doing something অর্থ কাউকে কোনো কাজে নিরুৎসাহিত করা; বাধা দেয়া। শূন্যস্থানে from বসিয়ে বাক্যটির বাংলা: রহিম আমাকে ধার করতে নিরুৎসাহিত করে।
131. The climate is congenial…… health.
Congenial to Something অর্থ কোনো কিছুর উপযোগী বা উপকারী। সুতরাং শূন্যস্থানে to বসবে।
132. Fill in the blank: Many Freedom fighters died…… the country.
বিশেষত দেশের জন্য আত্মদান অর্থে die for ব্যবহৃত হয়। বাক্যের শূন্যস্থানে for বসিয়ে বাক্যটির বাংলা: অনেক মুক্তিযোদ্ধা দেশের জন্য আত্মাহুতি দিয়েছিলেন।
133. He prefers reading …… writing.
Prefer-এর পর দুটি noun বা pronoun-এর মাঝে to বসে। To বসিয়ে বাক্যটির বাংলা: সে লেখার চেয়ে পড়াকে বেশি পছন্দ করে।
134. He is confident…… success.
বাক্যের শূন্যস্থানে of বসিয়ে বাক্যটির বাংলা: সে সফলতার বিষয়ে আত্মবিশ্বাসী।
135. My dream is to retire….. a villa in Japan.
136. The ministers arrived…….. a decision last night.
Arrive at + sti- কোনো লক্ষ্যে পৌছা। গত রাতে মন্ত্রীবর্গ একটি সিদ্ধান্তে পৌঁছালেন। 74. I have no prejudice-poetry.
137. He is an heir….. the throne.
Heir to + sth- কোনো কিছুর উত্তরাধিকারী হওয়া। সে সিংহাসনের একজন উত্তরাধিকারী।
138. A new moon hung...... the mountains
Hang around- ইতস্তত ঘোরাফেরা করা।
139. He was absorbed …… deep thought.
Be absorbed in something অর্থ কোনো কিছুতে নিবিষ্ট/নিমগ্ন থাকা। In বসিয়ে
বাক্যটির অর্থ সে গভীর চিন্তায় নিমগ্ন ছিলো।
140. Suddenly he burst ….. tears.
Burst into tears অর্থ কান্নায় ফেটে পড়া। Into বসিয়ে বাক্যটির বাংলা: হঠাৎ সে কান্নায় ফেটে পড়ল।
Showing
121
to
140
of
248
results
Test Mode
Reading Mode