61. It is not always easy to sympathise…… an unfortunate man.
Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।
65. It is dangerous to intrude….. the ememy's camp.
Intrude onfinto something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।
67. The retired professor decided…… put….. a job as an advisor of the Central Bank.
Put in for a job অর্থ চাকরির to, in, for to, up, with জন্য দরখাস্ত করা আর decide to + verb এর present form বসে। বাক্যে to, in, for যোগে বাক্যটির অর্থ: অবসর প্রাপ্ত অধ্যাপক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে চাকরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্ত নিল।
68. It is natural in every man to wish…… distinction.
Wish for something অর্থ বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় এবং কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর আকাঙ্ক্ষা করা। For যোগে বাক্যটির বাংলা: শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা করা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।
Agree with somebody on something অর্থ কোনো কিছুতে কারো সাথে একমত হওয়া। সুতরাং শূন্যস্থানে agreed with বসবে। Agreed with বসিয়ে বাক্যটির বাংলা: এ বিষয়ে আমি তার সাথে একমত হয়েছি।
78. He decided-put….. a job as a Probationary Officer.
Decide-এর পর to + verb বসে আর put in for অর্থ দরখাস্ত করা। সুতরাং শূন্যস্থানে to, in, for বসবে। Preposition গুলো যোগে বাক্যটির বাংলা: প্রবেশনারি অফিসার হিসেবে সে চাকুরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্তে নিয়েছিল।