421. একটি পাওয়ার ট্রান্সফর্মার যদি অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে চলে, তবে-
ব্যাখ্যা: কোর লস ফ্রিকুয়েন্সির উপর নির্ভর কর, ফ্রিকুয়েন্সি বেশি হলে কোর লস বেশি হয়। সুতরাং পাওয়ার ট্রান্সফর্মার যদি অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে চলে, ফলে কোর লস বেশি হবে।
433. একটি অটো-ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে কাপল করা থাকে?
ব্যাখ্যা: অটো-ট্রান্সফর্মারের কেবলমাত্র একটি কয়েল থাকে। এর কিছু অংশ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়ের মধ্যে কমন থাকে। অর্থাৎ, প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলই ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে।