454. একটি ট্রান্সফর্মারের তাপমাত্রা বৃদ্ধি নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক?
ব্যাখ্যা: P = VI একটি ট্রান্সফর্মারের অ্যাপারেন্ট পাওয়ার কারেন্ট-এর সমানুপাতিক। আবার কারেন্ট-এর সাথে তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে।
459. দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের প্যারালেল অপারেশনের প্রয়োজনীয় শর্ত হলো, এদের থাকতে হবে একই-
নোট: ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশনের শর্তঃ ১। পোলারিটি সমান হবে। ২। ফেজ সিকুয়েন্স একই হতে হবে। ৩। ট্রান্সফর্মারের রেশিও একই হতে হবে। ৪। ট্রান্সফর্মারের পারসেন্টেজ ইম্পিড্যান্স সমান থাকবে।