497. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে, কোন কোন মাত্রায় আছে, তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
কোন অপরিচিত বা মান অজানা সিগন্যালের পাওয়ার এবং সিগন্যালের ধরন পরিমাপের জন্য স্পেক্ট্রাম অ্যানালাইজার ব্যবহার করা হয়। মূলত স্পেক্ট্রাম অ্যানালাইজার সিগন্যালের বিস্তার এবং ফ্রিকুয়েন্সির (বিস্তার VS ফ্রিকুয়েন্সি) মধ্যে পূর্ণ সিগন্যাল প্রদান করে যা হতে পাওয়ার পরিমাপ করা হয়।