476. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
PAN (Personal Area Network): স্বল্প পরিসরে ব্যক্তিগত কাজের জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
-LAN (Local Area Network): একটি নির্দিষ্ট এরিয়ার জন্য যেমন- অফিস-আদালত, স্কুলকলেজ, আবাসিক এলাকা, হোটেল ইত্যাদির জন্য LAN ব্যবহার করা হয়।
-MAN (Metropolitan Area Netwrok) : একটি নির্দিষ্ট অঞ্চল, শহর ইত্যাদিতে যোগাযোগ ব্যবস্থার জন্য MAN ব্যবহার করা হয়।
-WAN (Wide Area Network): বৃহৎ পরিসর বা এলাকাজুড়ে নেটওয়ার্কের জন্য WAN ব্যবহার করা হয়।