কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + v2 অথবা sub + would/could + v₁ বাসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়। অর্থাৎ শুদ্ধ বাক্য: I wish I were a king.
'Absorb in' এর অর্থ অধিক মনোযোগসহকারে কিছু করা। এখানে সে মনোযোগী তার কাজের প্রতি বুঝাতে absorbed adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Adjective-এর পূর্বে একটি auxillary verb বসে। Option (ক) সঠিক উত্তর। Option (খ) তে absorbed in থাকলেও সেটি সঠিক নয় কারণ এখানে did আছে এবং did এর পরে সবসময় verb-এর base form বসে।