ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
41. মাইক্রোওয়েভ ওভেনের কুকিং সুইচ অন করলে কী কী সক্রিয় হয়?
42. মাইক্রোওয়েভ ওভেনে বস্তুকণাগুলো প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
43. রেফ্রিজারেন্ট হিসাবে ডি-হিউমিডিফায়ারে কী ব্যবহৃত হয়?
রেফ্রিজারেটরের মতোই ডিহিউমিডিফায়ারে রেফ্রিজারেন্ট (সাধারণত ফ্রেয়ন গ্যাস) ব্যবহৃত হয়।
44. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
তাপমাত্রা অপসারণের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর তিন প্রকার। যথা- (i) ফ্রস্ট টাইপ, (ii) ডিফ্রস্ট টাইপ ও (iii) নো- ফ্রস্ট টাইপ।
45. হস্তচালিত রেফ্রিজারেশন কত সালে তৈরি হয়?
46. মাইক্রোওয়েভ এনার্জির ফ্রিকুয়েন্সি আনুমানিক কত?
47. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
ডিহিউমিডিফায়ারে একটি সম্পূর্ণ হারমেটিক্যাল শীতল ব্যবস্থা যা Cooling system থাকে। এর কন্ডেন্সার এবং ইভাপোরেটরটি একই প্রকোষ্ঠে বা চেম্বারে স্থাপিত থাকে। যদিও ইভাপোরেটর 'কুলিং কয়েল' নামে পরিচিত।
48. রেফ্রিজারেশনের অর্থ কী?
রেফ্রিজারেশন হচ্ছে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে কোনো বস্তু বা স্থানের তাপমাত্রা, পার্শ্বস্থ তাপমাত্রা হতে কমিয়ে রাখা যায়।
49. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
একটি ডিহিউমিডিফায়ার সারাদিন একটি প্রমাণ সাইজের রুম হতে ৩ থেকে ৪ গ্যালন পরিমাণ পানি অপসারণ করতে পারে।
50. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
মাইক্রোওয়েভ এনার্জির পরিমাণ 2450 MHz। এই উচ্চ গতিসম্পন্ন লাইট এনার্জি অসিলেশনের কারণে খাদ্যবস্তু খুব কম সময়ে রান্না করা যায়।
51. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসরকে ডিহিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলে। কারণ একটি সিস্টেমের মধ্যে হিমায়ক পরিক্রম করা এবং হিমায়ক কর্তৃক বাহিত তাপ কন্ডেন্সারের মাধ্যমে বর্জন করতে সাহায্য করে।
52. । মাইক্রোওয়েভ ওভেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
53. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের তিনটি অংশ। যথা- (i) টাইমার সুইচ কন্ট্যাক্ট, (ii) টাইমার মোটর ও (iii) টাইমার বেল।
54. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
মাইক্রোওয়েভ ওভেনে হিট কন্ট্রোল অংশ পাঁচটি। যথা-
(i) থার্মোকাট আউট, (ii) ব্লোয়ার মোটর, (iii) ওভেন থার্মোস্ট্যাট, (iv) কুলিং ফ্যান অফ ম্যাগনেট্রন ও (v) স্টিরার মোটর।
55. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
56. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
57. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
58. ডি-হিউমিডিফায়ারের কাজ কী?
ইলেকট্রিক ডিহিউমিডিফায়ারের কাজ হলো বাতাসের জলীয়কণা শোষণ করে এবং আর্দ্রতাকে কমিয়ে ঘর, আসবাবপত্র ও যন্ত্রপাতিকে রক্ষা করা।
59. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
এয়ারকন্ডিশনিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ- 'শীতাতপ নিয়ন্ত্রণ'।
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
60. মাইক্রোওয়েভ ওভেন কোন নীতিতে কাজ করে?
Showing
41
to
60
of
144
results
Test Mode
Reading Mode