সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে দুটি টাব থাকে। একটি টাব কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় এবং অন্য টাবটি স্পিন করার কাজে ব্যবহৃত হয়। এ স্পিন টাবে পরিষ্কারকৃত কাপড় শুকানো হয়।
65. ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহৃত মোটরটি কী টাইপের হয়?
ভ্যাকুয়াম ক্লিনার পাওয়ার কন্ট্রোল সুইচের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে। এতে ব্যবহৃত মোটরটি ইউনিভার্সাল টাইপের হয় এবং সরাসরি সাকশন ফ্যান অ্যাসেম্বলিতে সংযুক্ত থাকে।
67. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
প্রাথমিক অবস্থায় কাপড়গুলোকে যখন টাবের ভিতরে সিলিন্ডার বাস্কেটে রাখা হয়, তখন সে সময় টাবের ঘূর্ণন গতি প্রায় 500 rpm থাকে। এছাড়া স্বাভাবিক অবস্থায় সিলিন্ডার বাস্কেটের ওয়াশিং স্পিড প্রায় 600 rpm হয় এবং কাপড় নিংড়ানো অবস্থায় ঘূর্ণন গতি 300 rpm হয়ে থাকে।
69. ট্রায়াকের কোন দুটি টার্মিনাল দিয়ে লোড পাওয়ার প্রবাহিত হয়?
ডায়াক কন্ডাকশনে গেলেই তবে ট্রায়াকের গেটে ফায়ারিং পালস বা ভোল্টেজ আসে। ফলে ট্রায়াক কাজ করতে শুরু করে। লোড পাওয়ার ট্রায়াকের মূল টার্মিনাল দুটি অর্থাৎ MT, ও MT₂ দিয়ে সরবরাহ হয়।
যে-কোনো স্পিডে সুইচ ২ মিনিটের বেশি রাখা হয় না। বার বার অন-অফ করে ব্লেন্ডার চালানো হয়। সাধারণত ২/৩ বারের বেশি অপারেশনের প্রয়োজন হয় না। বেশিক্ষণ সুইচ অন করে রাখলে মোটর পুড়ে যেতে পারে।
77. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
ওয়াশিং মেশিনে কেমিক্যাল ও হিট এনার্জি ব্যবহৃত হয়। কিছু কিছু মেশিনে হিট এনার্জির প্রচলন আছে। এ হিট এনার্জি কাপড় থেকে ময়লা পরিষ্কারে সহায়ক ভূমিকা রাখে। কেমিক্যাল ও হিট এনার্জি একত্রে ব্যবহৃত হলে উত্তমরূপে কাপড় পরিষ্কার হয়।
ইলেকট্রিক ব্লোয়ারে ক্যাপাসিটর স্টার্ট মোটর অথবা স্থায়ীভাবে সংযুক্ত একটি ক্যাপাসিটর মোটর থাকে, যার শ্যাফটে কিছু সংখ্যক ব্লেড লাগানো থাকে। যা ঘূর্ণনের মাধ্যমে ব্লোয়ারের বাইরে থেকে বাতাস টেনে আনে এবং একটি নির্দিষ্ট পথে এ বাতাসকে সবেগে আবার ব্লোয়ারের বাইরে নিক্ষেপ করে।