ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BHP) এবং ইন্ডিকেটেড অশ্বক্ষমতার (IHP) সম্পর্ক বা অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্রেক অশ্বক্ষমতা এবং সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ঘটলে সেখানে ইন্ডিকেটেড অশ্বক্ষমতা উৎপন্ন হয়।
ফিউশন ওয়েল্ডিং (Fusion welding): যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোনোপ্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয়, তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এ পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়। যেমন- গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং ইত্যাদি।
নন-ফিউশন ওয়েল্ডিং (Non-fusion welding) : যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রার নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয়, তখন তাকে নন-ফিউশন ওয়েল্ডিং বলে। যেমন- ফোর্জ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফ্রিকশন বা ঘর্ষণ ওয়েল্ডিং ইত্যাদি।
(ক) গ্যাস ওয়েল্ডিং-এ গ্যাস ও অক্সিজেনের সংমিশ্রণে প্রজ্বলনে সৃষ্ট প্রচণ্ড উত্তাপে ব্যবহার করে দুই বা ততোধিক ধাতব খণ্ডের মধ্যে জোড়া দেওয়া হয়।
(খ) আর্কং ওয়েল্ডিং-এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডার-এর মধ্যে বিদ্যুৎপ্রবা করে জয়েন্ট করা হয়। আর এটি করা হয় ইলেকট্রোড দ্বারা।
(গ) মিগ ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহার করা হয়। আর এটিকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলা হয়।
(ঘ) টিগ ওয়েল্ডিং-এ ক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার
করা হয়।
130. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।
রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
ক) তরলের ঘনত্ব নির্ণয় করার জন্যহাইড্রোমিটার ব্যবহার করা হয়।
খ) তরলের চাপ নির্ণয়ের জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয়।
গ) রোটামিটার, অরিফিস ও ভেনচুরি দ্বারা তরলের প্রবাহ নির্ণয় করা হয়।
ঘ) পিটট টিউব দ্বারা তরলের গতি নির্ণয় করা হয়।
ড্রাফট (Draft): প্যাটার্নের খাড়া তলে ট্যাপার আকৃতির যে বাড়তি অংশ থাকে, তাকে ড্রাফট বলে। মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার সময় মোল্ড গর্তের কিনারা ভেঙে যেতে পারে। সুতরাং মোল্ডের ক্ষতিসাধন না করে সহজে মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার জন্য ড্রাফট দেওয়া হয়।
137. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েন্ডিং পদ্ধতি কোনটি?
সিম ওয়েল্ডিং (Seam welding) : সিম ওয়েল্ডিং এক ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক কারেন্ট এবং চাপের সাহায্যে দুটি অনুরূপ অথবা পৃথক পৃথক মালামাল জোড়া দেওয়ার পদ্ধতিই হলো সিম ওয়েল্ডিং।
সোল্ডারিং: দুই বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় তাদের না গলিয়ে জোড়া স্থানে 840°F (450℃) তাপমাত্রার চেয়ে কম গলনাঙ্কের ফিলার ধাতু বা সোল্ডার নামক ধাতু গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। গোল্ড, সিলভার, কপার, ব্রাশ এবং লোহা ইত্যাদি বেস মেটালকে সোল্ডারিং করা যায়। সাধারণত সোল্ডার সিসার (Lead) তৈরি হয়ে থাকে। সোল্ডারিং প্রক্রিয়ায় ফ্লাক্স (Flux) ব্যবহারের প্রয়োজন পড়ে না।