ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
101. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
Home appliances ৮ প্রকার। যথা- Refrigeration, Air conditioner, cleaning, kitchen, heating, cosmetic, Audio-visual, other appliances.
102. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো এতে খুব বেশি পাওয়ার অপচয় হয় এবং হিট উৎপন্ন হয়, যার কারণে ফ্যান-এর স্পিড কমে যায়।
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
103. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
থার্মোস্ট্যাটের দুটি ধাতু- স্টিল ও সিলভারের তৈরি।
104. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
Cosmetic care appliances: হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক শেভার।
105. ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের Voltage কত?
ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ভোল্টেজ = 230V, 50Hz
106. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
107. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
Cleaning appliances: Washing Machine, Vaccum cleaner.
108. ইন্ডিকেটর ল্যাম্পটি কত ভোল্টের হয়?
ইন্ডিকেটর ল্যাম্প সাধারণত, 1.5V হতে 3V হয়।
109. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
ইস্ত্রির এলিমেন্ট ওয়াট সাধারণত: 450W, 650W, 750W ও 1000W এর হয়।
110. বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিট কী হিসাবে কাজ করে?
মাইকা শিট তাপ পরিবাহী কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। এটি বৈদ্যুতিক ইস্ত্রিতে সোলপ্লেট এবং হিটিং এলিমেন্টের মাঝে অপরিবাহী হিসেবে কাজ করে।
111. বৈদ্যুতিক আয়রন প্রধানত কত প্রকার?
ইলেকট্রিক আয়রন সাধারণত তিন প্রকার। যথা- (i) সাধারণ আয়রন, (ii) স্বয়ক্রিয় আয়রন, (iii) স্টিম আয়রন।
112. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইলেকট্রিক আয়রনে থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
113. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট 'নাইক্রোম' তারের তৈরি। স্টিম আয়রনে ধাতব পাইপ আকৃতির হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়।
114. নাইক্রোম তার কীসের তৈরি?
নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি।
115. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে তাপমাত্রা 500 F হতে হয়।
116. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।
117. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
Kitchen appliances: Microwave oven, Diswasher.
118. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ 200°F -এ ওপেন হয় এবং 180 °F -এ বন্ধ থাকে।
119. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
তাপনীতির উপর ভিত্তি করে অ্যাপ্লায়েন্সের নাম:
১। বৈদ্যুতিক ইস্ত্রি
৫। ইলেকট্রিক ওভেন
২। ইলেকট্রিক কেটলি
৬। ইলেকট্রিক টোস্টার
৩। ইলেকট্রিক হিটার
৪। ইলেকট্রিক হট প্লেট
৭। ইলেকট্রিক রুম হিটার
৮। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন।
120. রুম হিটারে কী প্রক্রিয়ায় উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে পড়ে?
রুম হিটারে উৎপন্ন তাপ পরিবহন ও বিকিরণ প্রক্রিয়ায় বাতাসে ছড়িয়ে পড়ে।
Showing
101
to
120
of
144
results
Test Mode
Reading Mode