226. দেশের অভ্যন্তরীণ সব ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি মেরামত ও সংরক্ষণের কাজ করে-
ব্যাখ্যা: RHD (Roads And Highway Department) সড়ক ও জনপদ অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর, যার দায়িত্ব হলো জাতীয় আঞ্চলিক ও জেলা সড়কসমূহ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ, কালভার্ট উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা।
228. ট্রান্সপোর্টেশন পদ্ধতিগুলোর মধ্যে কোন পথে পরিবহন গতিবেগ সর্বনিম্ন?
ব্যাখ্যা: ট্রান্সপোর্টেশন পদ্ধতির চার পদ্ধতির মধ্যে জলপথে পরিবহনের গতিবেগ সর্বনিম্ন। একক দৈর্ঘ্যে একক লোডকে নেওয়ার জন্য শক্তি ব্যয়ের পরিমাণও সর্বনিম্ন।
229. রেলপথ সড়কপথের তুলনায় কতগুণ পর্যন্ত লোড নিতে পারে?
ব্যাখ্যা: রেলপথ সড়কপথের তুলনায় 3 থেকে 4 গুণ এক্সেল লোড বহন করতে পারে। একক দৈর্ঘ্যে একক লোডকে স্থানান্তর করা টেনে নেওয়ার জন্য রেলপথে সড়কপথের 16% শক্তির প্রয়োজন হয়।
ব্যাখ্যা: Bitumen is generally obtained from petroleum product. Petroleum bitumen normally called bitumen or Asphalt is produced by refining crude oil. It used as a binder in road-building product.
238. রাস্তার সামনের অবস্থা, রাস্তার পৃষ্ঠতল থেকে চালকের দৃষ্টির উচ্চতা ও রাস্তার উপরে অবস্থিত বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে-
ব্যাখ্যা: SSD (Stopping Sight Distance): সড়কের উপর দিয়ে ডিজাইন গতিতে চলমান কোনো গাড়ি সড়কপৃষ্ঠে উপস্থিত কোনো স্থির বস্তুকে দেখলে যে দূরত্বে দেখলে সংঘর্ষ না ঘটিয়ে নিরাপদে থামতে পারে সেই দূরত্বকে থামার দৃশ্যমান দূরত্ব বলে। এটি সড়কের সম্মুখভাগের বৈশিষ্ট্য, রাস্তার পৃষ্ঠতল হতে চালকের দৃষ্টির উচ্চতা সড়কের উপরে অবস্থিত বস্তুর উচ্চতার উপর নির্ভর করে।
239. Calculate effective length of Road on a highway given the overall thickness is 500 mm and thickness of wearing course is 80 mm (x is 3.6m). [BB-20]
Overall thickness = 500mm = 0.5m Thickness of wearing course 80mm (x=3.6m)=.08m Effective length of road = 3.6+2(0.5+0.08)= 4.76m.