যখন দুটি সড়ক অনুভূমিক তলে কৌণিকভাবে মিলিত হয় তখন মিলনস্থলে যে বাঁক প্রয়োগ করা ক হয়, তাকে অনুভূমিক বাঁক (Horizontal curve) বলা হয়। সড়কে অনুভূমিক বাঁকে সুপার এলিভেশন প্রদান করলে সহজে, নিরাপদে এবং স্বচ্ছন্দে দিক পরিবর্তন করতে পারে। এজন্য Super elevation দিতে হয় Horizontal curve-এ।
266. আমাদের দেশে সড়ক নির্মাণে সাধারণত যে Bitumen ব্যবহার হয় তার Penetration grade হচ্ছে- (R&H-01]
ব্যাখ্যা: 30-40, 60-70, 80-100 পেনিট্রেশন গ্রেডের বিটুমেনের যে-কোনো একটি ব্যবহার করা যায়। সাধারণত 80-100 পেনিট্রেশন গ্রেড ব্যবহার করা হয়, কারণ এই পেনিট্রেশন গ্রেড ব্যবহার করা উত্তম।
267. রাস্তা বরাবর উন্নতি (rise) ও অবনতি (fall) এর হারকে বলে- (WD-2000)
ব্যাখ্যা: গ্রেডিয়েন্ট-এর অবনতি হলে নিম্নমুখী গ্রেডিয়েন্ট আর গ্রেডিয়েন্ট উন্নতি হলে উর্ধ্বমুখী গ্রেডিয়েন্ট। 1:500 বলতে 500 একক দৈর্ঘ্যের এলিভেশন পার্থক্য 1 একক।
ব্যাখ্যা: গাড়ি চালক গাড়িতে নির্দিষ্ট উচ্চতায় চালকের আসনে বসে ন্যূনতম যে পরিমাণ সড়ক দৈর্ঘের্ঘ্যর দূরত্ব হতে সড়কের উপর স্থির বা চলমান কোনো বস্তু দেখতে পেলে বিনা সংঘর্ষে নিরাপদে বিনা দুর্ঘটনায় গাড়ি থামাতে পারে, সে পরিমাণ দূরত্বকে দৃশ্যমান দূরত্ব বলে।
ব্রেক প্রয়োগ করার পর থেকে গাড়ির থামতে অতিক্রান্ত দূরত্ব
বস্তু দেখার মুহূর্ত থেকে ব্রেক প্রয়োগ করার মুহূর্ত পর্যন্ত গাড়ির অতিক্রান্ত দূরত্ব
278. একটি সড়ক বাঁধের (highway embankment) চারটি section A, B, C এবং D-এর Sub-grade CBR যথাক্রমে 3%, 8%, 10%, 9%, হলে, সবচেয়ে বেশি Pavement thickness লাগবে- [R&H-01]
ব্যাখ্যা: CBR value-এর মান যত কম হবে Materials-এর শক্তি তত কম হবে। তাই, Pavement thickness তত বেশি লাগবে।