323. সিমেন্ট কংক্রিটের দৃঢ়ীকরণে যে হ্যান্ড ট্যাম্পার ব্যবহার করা হয়, তার প্রস্থ ও গভীরতা যথাক্রমে-
ব্যাখ্যা কংক্রিট সড়কে ডিজাইনকৃত পুরুত্বের মিশ্রণ স্থাপনের পর ভাইব্রেটর/টেম্পার ব্যবহার করে মিশ্রণকে দৃঢ়বন্ধ করা হয়। হস্তচালিত টেম্পারকে টেম্পার বিম বলা হয়। এর দৈর্ঘ্য প্লাবের প্রস্থ হতে 30cm বেশি, প্রস্থ 10cm এবং পুরুত্ব 25cm।
324. ভূপৃষ্ঠের উন্নতি বা অবনতি নির্দেশ করে যে, তাকে বলা হয়-
ব্যাখ্যা: সড়কের দৈর্ঘ্য বরাবর অনুভূমিক দূরত্বের সাথে সড়কপৃষ্ঠের উন্নতি বা অবনতির হারকে গ্রেডিয়েন্ট বা লম্বালম্বি ঢাল বলে। যেমন- 1:30 ঢাল বলতে
30m অনুভূমিক দূরত্বে। মিটার উন্নতি বা অবনতিকে বুঝায়।
327. সিলকোট স্থাপনের পর কত টনি রোলার দিয়ে পৃষ্ঠদেশ মসৃণ করা হয়?
ব্যাখ্যা: সিলকোট স্থাপনের জন্য পৃষ্ঠকে ভালোভাবে পরিষ্কার করে এর উপর উত্তপ্ত বিটুমিন ছড়িয়ে তার উপর পাথর কুচি বিছিয়ে দেওয়া হয় বা পূর্বমিশ্রিত বিটুমিন ও পাথর কুচি ছড়িয়ে (৬-৮) টন রোলার দিয়ে ভালোভাবে বোলিং করতে হয়।
331. কংক্রিটের সড়ক তৈরি করার পর কত দিন কিউরিং করা হয়?
ব্যাখ্যা: কংক্রিট সড়ক ২৪ ঘণ্টা হতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক সেট হয় বলে ফর্মাগুলো সরানো যেতে পারে। ৭ দিন পর যানবাহন চলাচল করতে পারলেও ২৮ দিন পর্যন্ত কিউরিং করলে এটি তার সম্পূর্ণ কার্যকর শক্তিতে পৌঁছায়।
ব্যাখ্যা: ১। সড়কে সংযোগের আকৃতি
অনুযায়ী ৮ প্রকার।
২। সড়কে সংযোগ নির্দেশক আইল্যান্ড ও অন্যান্য নির্দেশকের
উপর ভিত্তি করে ২ প্রকার।
৩। রোটারি সড়ক সন্ধি ৫ প্রকার।
কিন্তু সড়ক সন্ধি মূলত ২ প্রকার; যথা-
(ক) সমতলে সড়ক সন্ধি, (খ) ভিন্নতলে সড়ক সন্ধি।
337. সড়ক নির্মাণে অ্যাগ্রিগেটগুলোর কাঠিন্য মান জানার জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
ব্যাখ্যা: এগ্রিগেটসমূহের গুণাগুণ ও উপযুক্ততা জানার জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়-
(i) Abrasion Test: কাঠিন্যতা মান জানার জন্য।
(ii) Aurition Text: কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য।
(iii) Los Angeles Abrasion Test কাঠিন্যতা ও খাত সহনীয়তা জানার জন্য।
(iv) Crushing Text: পাথরের ব্লকের চাপশক্তি জানার জন্য।
(v) Impact Test: ঘাত সহনীয়তা জানার জন্য।
(vi) Soundness Test: স্থায়িত্বশীলতার জানার জন্য।
(vii) Shape Test: এগ্রিগেটের বিভিন্ন আকৃতি যেমন চ্যাপ্টা সূচক, দৈর্ঘ্য সূচক, কোণ সূচক ইত্যাদি পরীক্ষা করা হয়।
340. যে-সমস্ত রাস্তায় Asphalt, Tar এবং Bitumen ব্যবহার করা থাকে, তাকে কী Pavement বলা হয়?
ব্যাখ্যা: যে সড়ক নির্মাণে বন্ধনী পদার্থ হিসেবে বিটুমিনজাতীয় পদার্থ ব্যবহার করা হয়, তাকে বিটুমিন সড়ক বলে। বিটুমিন জাতীয় পদার্থ হিসেবে বিটুমিন, টার, পিচ, অ্যাসফাল্ট ইত্যাদি ব্যবহৃত হয়।