241. সাধারণ রেলের তৈরি ত্রুটির কারণে রেলে যে ব্যর্থতা দেখা যায় তা হলো-
ব্যাখ্যা: যে সকল কারণে রেল ব্যর্থ হয়ঃ
(i) মাথা ভেঙে।
(ii) তির্যক ফাটল বা গর্ত হয়ে।
(iii) মাথা চিরে যাওয়া।
(iv) অনুভূমিক ফাটল।
(v) বর্গাকার বা কৌণিকভাবে ভেঙে যাওয়া।
242. ব্রড গেজ ও মিটার গেজের জন্য সর্বোচ্চ অনুমোদিত বেগ ----- হয়।
কোনোটিই নয়
ব্যাখ্যা: রেলওয়ে বোর্ড কর্তৃক সর্বোচ্চ গতি:
(i) ব্রড গেজ ও মিটার গেজ রেলের জন্য = V=4.4√R-70
(ii) ন্যারো গেজের জন্য, V = 3.6√R-60.
যেখানে,
V = গাড়ির সর্বোচ্চ গতিবেগ, km/h
R = বাঁকের ব্যাসার্ধ, মিটারে।
ব্যাখ্যা: ফাউলিং মার্ক: দুটি রেলের সংযোগস্থলে এ চিহ্ন রাখা হয়। এক লাইনে দাঁড়ানো ট্রেনের সাথে অপর লাইনের আগত ট্রেনে যাতে কোনো সংঘর্ষ না হয়, তার জন্য ঐ চিহ্ন দেওয়া হয়। তাই এই চিহ্নকে বিপদ চিহ্নও বলা হয়।
ব্যাখ্যা: ব্যালাস্টের টুকরা 19mm হতে 62mm পর্যন্ত এবং সর্বোচ্চ 75mm পর্যন্ত হয়। তবে মাঝারি মাপের ব্যালাস্টের আকার 19mm হতে 51 mm, যা উত্তম ব্যালাস্ট হিসেবে বিবেচিত।
248. রেলসড়কের দুটি সমান্তরাল রেল জোড়া যদি সরাসরি বিপরীতমুখী হয়, তবে তাকে বলা হয়-
ব্যাখ্যা: রেল সড়কে দুটি সমান্তরাল রেল জোড়া যদি সরাসরি বিপরীতমুখী হয় বা একই সোজাসুজি হয়, তখন তাকে স্কয়ার জয়েন্ট বলে। এ জয়েন্ট গাড়ি চলাচলের সময় কম ধাক্কার সৃষ্টি হয়।
ব্যাখ্যা: লোহকে নির্ধারিত ফর্মায় গলিয়ে কাস্ট আয়তন স্লিপার তৈরি করা হয়। শতকরা ৬০ ভাগ ব্রডগেজে এ ধরনের স্লিপার ব্যবহৃত হয়। মায়ানমার ও পাকিস্তান ব্যতীত অন্য কোথাও এর ব্যবহার নেই। এ স্লিপার আয়ুষ্কাল 50-60 বছর।
252. কোনো লাইনের ব্যালাস্টের দৈর্ঘ্য ২৮০ সেমি, প্রস্থ ২৭৫ মিমি এবং উচ্চতা ১২৭ সেমি। যদি দুই স্লিপারের মধ্যবর্তী দূরত্ব ৬৫ সেমি হয়, তবে ব্যালাস্টের গভীরতা কত?
254. গার্ডার সেতুর ওপর মিটার গেজ স্লিপারের সর্বোচ্চ দূরত্ব হয়-
ব্যাখ্যা: গার্ডার সেতুর উপর নিম্নলিখিত দূরত্বে স্লিপার বসানো হয়-
(i) ব্রডগেজে সর্বোচ্চ দূরত্ব 50 cm বা 20 inch পরপর।
(ii) মিটার গেজে সর্বোচ্চ দূরত্ব = 30cm বা 12 inch পরপর।
(iii) ন্যারো গেজে বা সরু গেজে সর্বোচ্চ দূরত্ব = 25cm বা 10 inch পরপর।
257. রেলকে স্লিপারের সাথে আটকানোর জন্য যে-সব উপকরণের প্রয়োজন হয় তা হলো-
ব্যাখ্যা: রেলকে স্লিপারের সাথে আটকানোর জন্য যে সকল উপকরণের প্রয়োজন হয় সেগুলোকে রেল ফ্যাসেনিং বলে। যেমন-
(i) ফিশপ্লেট
(iii) চেয়ার এবং খিল
(ii) স্পাইক
(iv) বিয়ারিং প্লেট ইত্যাদি।
258. রেলসড়কের দুটি সমান্তরাল রেলের জোড়া যদি পরস্পর বিপরীতমুখী না হয়ে আগেপিছে হয়, তবে ঐ প্রকার জয়েন্টকে বলা হয়-
ব্যাখ্যা: রেল সড়কে দুটি সমান্তরাল রেলের জোড়া যদি পরস্পর বিপরীতমুখী না হয়ে আগে পিছে হয়, তবে ঐ প্রকার জয়েন্টকে স্টেগার্ড জয়েন্ট বলে। সাধারণত বাঁকে এ ধরনের জোড়া ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: কাঠের স্লিপার হিসেবে সেগুন, শাল, দেবদারু, ফার ইত্যাদি ব্যবহৃত হয়। সাধারণত এর আয়ুষ্কাল ১০-১২ বছর ধরা হয়।
কাঠের স্লিপারের স্টান্ডার্ড সাইজ-
(i) ব্রড গেজ = 274 cm x 25.4 cm x 12.7 cm.
(ii) মিটার গেজ = 183 cm x 20.3 cm x11.11 cm.