সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
41. The turbidity in water is caused due to (পানির আবিলত্বের জন্য দায়ী)
তথ্য: Turbidity খালি চোখে অঅমরা যেটাকে ঘোলা পানি বলি তাই পানির আবলিত্ব। পানিতে ভাসমান বিভিন্ন অঝৈব পদার্থ যেমন পলিমাটি, কাদামাটি এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র জৈব পদার্থ পানিতে রং ঘোলা দেখায়। এটাই পঅনির আবলিত্ব। খাবার পানিতে আবিলত্বেও অনুওমাদিত মাত্রা পি.পি.এম।
তথ্য: কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পররস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করা হয় তাকে কাঠের সিজনিং বা ঋতু সহকরণ বলা হয়। অর্থাৎ সদ্য চেরাই করা বা ভেজা কাঠ থেকে পানিকে কমিয়ে অঅবহাওয়ার সমপরিমাণ করাকেই কাঠেরঋতু সহকরণ বলে।
50. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশী উপযোগী?
তথ্য: airlift pump হাওয়া সংকুচিত করে গভীর কূপ থেকে পানি উত্তোলন করে। centrifugal pump গতিশক্তির মাধ্যমে তরল প্রবাহিত করে। উচ্চ গতিতে প্রবাহিত করার জন্য jet pumpব্যবহার করা হয়। Resiprocating pump সাধারন স্বল্প উচ্চতায় পানি উত্তলন করে।
51. The water bearing strata layer of sand, gravel etc is called-(বালি বা গ্রাভেল স্তর হতে যে পানি পায় তাকে বলে-
তথ্য: বা ভূগর্ভস্থ সিক্ত শিলান্তর হলো উদক বা জলবহনকারী ভূগর্ভস্থ শিলার স্তর বা অসংহত উপাদান (নুড়ি, বালি, পলি) স্তর যা থেকে কূপের সাহায্যে ভূগর্ভস্থ জল উত্তলন করা যায়।
54. When the pH value of water is...it represents acid (যখন পানির মান...ইহা এসিড নির্দেশ করে)
তথ্য: জিপসাম সিমেন্টের জমাট বাধার সময় নিয়ন্ত্রন করে। জিপসাম সিমেন্টের সেটিং এ্যাকশন এর গতিকে রোধ করেসেটিং টাইম বৃদ্ধি করে। জিপসাম সিমেন্টের flash setting রোধ করে।
56. The resultant of two forces P and Q (such that P>Q) acting along the same straight line, but in opposite direction, is given by (একই রেখায় কিন্তু ভিন্ন দিকে ক্রিয়াশীল ও বলের লব্ধি বল)
তথ্য: যদি দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর একই সময়ে ক্রিয়াশীল হয় এবং এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়াফল ঐ বস্তুতে ক্রিয়ারত বলসমূহের মিলিত ক্রিয়ার সমনি হয় তবে তাকে লব্ধি বলে।
58. A good quality cement should have higher percentage of (ভালো সিমেন্টে... উচ্চ মাত্রায় থাকা উচিৎ)
তথ্য: tri- calcium silicate (C3S) অল্প সময়ের মধ্যে অধিক শক্তি প্রদানকারী উপাদান। উচ্চ মাত্রায় C3S উচ্চ শক্তি প্রর্দশণ করে। এ কারণে সিমেন্টে এর পরিমাণ বেশী থাকা জরুরী।
60. Figure shows the three co-planner forces P,Q and R acting at a point O. If these forces are in equilibrium, then (চিত্রে তিনাট সমতলীয় বল একটি বিন্দু তে ক্রিয়া করে। যদি বল গুলো সাম্যাবস্থায় হয় তবে....