Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সিভিল MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
83. The point of contraflexure is a point where কন্ট্রাফ্লেক্সার হল এমন একটি বিন্দু যেখানে ......)
তথ্য: Point of contraflexure: বীমের যে বিন্দুতে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান পজেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজেটিভ হয় ঐ বিন্দুকে কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট বলে। উক্ত বিন্দুতে বীম কখনও বাকা হবে না। অনেকের মতে, Point of contraflexure Point of Inflection একই বিন্দু, যদিও এই ধারনা সত্য নয়। এদের মাঝে কিছুটা পার্থক্য বিদ্যমান।
shear force changes sign (শিয়ার ফোর্স-এর চিহ্ন পরিবর্তন হয়)
bending moment changes sign (বেল্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন হয়)
shear force is maximum (শিয়ার ফোর্স সর্বোচ্চ)
bending moment is maximum
84. The laws of accidental errors follow which of the following principle? (দুর্ঘটনাজনিত ত্রুটির আইনগুলি নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি অনুসরণ করে)
Normal equation
Probability law
Laws of weight
Most probable value
85. The performance of the soil, when used for pavement construction is found out by using_(ফুটপাত নির্মাণে ব্যবহৃত মাটি.... ব্যবহার করা হয়)
Quality test
Group index
Material test
None of the avobe
86. The resultant of two forces P and Q (such that P>Q) acting along the same straight line, but in opposite direction, is given by (একই রেখায় কিন্তু ভিন্ন দিকে ক্রিয়াশীল ও বলের লব্ধি বল)
তথ্য: যদি দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর একই সময়ে ক্রিয়াশীল হয় এবং এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়াফল ঐ বস্তুতে ক্রিয়ারত বলসমূহের মিলিত ক্রিয়ার সমনি হয় তবে তাকে লব্ধি বলে।
P+Q
P-Q
P/Q
Q/P
87. during plane table survey the figure indicate which of the following process (plane table জরিপের সময় নিচের চিত্রটি নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি নির্দেশ করে?)
তথ্য: তিন বিন্দুর সমস্যায়, plane table অভিযোজন বা সমন্বয় সঠিক না হলে, তিনটি বিন্দরি মধ্য দিয়ে গমনকারী রেখা একটি বিন্দুতে মিলিত হবে কিন্তু একটি ত্রিভুজ গঠন করবে না। যা ত্রুটির ত্রিভুজ নামে পরিচিত। ত্রুটির ত্রিভুজের আকার অভিযোজনে কৌণিক ত্রুটির পরিমাণের উপর নির্ভর করে।
two point problem
three point problem
compass orientation
back side orientation
88. Modular ratio of the two materials is the ratio of (দুটি বস্তুর মডুলার রেশিও হল........... অনুপাত)
তথ্য: মডুলার রেশিও Steel এবং Concreteএর মডুলার গুনাঙ্কের (modulus of elasticities) অনুপাতকে মডুলার রেশিও বলে।
liner stress to linear strain
shear stress to shear strain
their modulus of elasticities
their modulus of rigidities
89. Super elevation given by where e is the equilibrium superelevation, G is the gauge, V is the velocity, g is the accelaration due to gravity, and R is the radius of the curve--
V/127R
v/127R
Gv^2/gR
Gv^2/GR
90. The bending moment of a cantilever beam of length Land carrying a uniformly distributed of w per unit length is (L দৈর্ঘ্যেও ক্যান্টিলিভার বীমের প্রতি একক দৈর্ঘ্য সমভাবে বিস্তৃত লোড w হলে বেল্ডিং মোমেন্ট-)
তথ্য: মোট লোড = প্রতি একক দৈর্ঘ্যে সমভাবে বিস্তৃত লোড মোট দৈর্ঘ্য = WL মোমেন্ট = বল * মধ্যবর্তী লম্ব দূরত্ব =WL* L/2=wL²/2 মনে রাখবেন সমভাবে বিস্তৃত লোড w কে বীমের মধ্যবিন্দুতে পয়েনন্ট লোড হিসাবে গণ্য করতে হবে।
zero
wL²
wL²/2
WL
91. The dimention of of strain is [strain এর মাত্রা কোনটি।
তথ্য: Strain মূলত মাএাবিহিন (dimensionless) | কারণ, দৈর্ঘ বিকৃতি ও পার্শ্ববিকৃতির অনুপাত দৈর্ঘ বিকৃতি। দুটোই একক হওয়াই উপা নিচ কেটে যায়। তবে, যদি এককের কথা বলা হয় তবে একক হবে mm/mm বা cm/cm.
LT2
N
N/m²
dimensionless
92. Most commonly foundation failure is caused by--
Unequal settlement of sub-soil
Lateral movement of sub-soil
Lateral pressure on the wall
All of the avobe
93. Calculate effective length of Road on a highway given the overall thickness is 500mm and thickness of wearing coarse is 80mm (x is 3.6m)? (সামগ্রিক বেধ ৫০০ মিমি এবং ওয়ারিং কোর্সের পুরুত্ব ৮০ মিমি হলে রাস্তা এবং হাইওয়ের কার্যকর দৈর্ঘ নির্ণয় করুন) 4.76m 34.8m 2.34m 1.45m
4.76m
34.8m
2.34m
1.45m
94. For a traverse containing 10 sides, what would be the correction applied for the first" " side, if it consists a closing error of +1.92?"
19.0
19.2
1.902
0.192
95. 100 ml গ্রাম সিমেন্টের সাথে মিশ্রিত করলে Standard consistency কত হবে?
10
5
20
25
96. The duty of the crop is 432 hectares per cumec when the base period of the crop is 100 days. The delta for the crop will be --
100
200
432
300
97. The most common method of disinfection of Water used in Bangladesh is (বাংলাদেশে ব্যবহৃত পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে সাধারণ পদ্ধতি)
ozonation
UV Radiation
Chlorination
Solar system
98. A foundation is considered to be shallow, if its depth is (অগভীর ভিত্তি বিবেচনা করতে হবে যখন তার গভীরতা)
greater than 1 meter
greater than its width
equal to or less than its width
less than 1 meter
99. Figure shows the three co-planner forces P,Q and R acting at a point O. If these forces are in equilibrium, then (চিত্রে তিনাট সমতলীয় বল একটি বিন্দু তে ক্রিয়া করে। যদি বল গুলো সাম্যাবস্থায় হয় তবে
তথ্য: ল্যামির সূত্র: কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অর্ন্তভূক্ত কোণের সাইনের সামানুপাতিক।
P/ sinß= Q/sinß =R/ sinß
P/Sinα= Q/ Sinß= R/Sinγ
P / Sinγ = Q/ Sinα =R/Sinß
P/ Sinα=Q/ Sinγ=R/sinß
100. The shear force of a cantilever beam of length L carrying a uniformlydistributed load if w per unit length is (L দৈঘ্যের ক্যান্টিলিভার বীমের প্রতি একক র্দৈঘ্য সমভাবে বিস্তৃত লোড w হলে শিয়ার ফোর্স)
তথ্য: উলম্ব বলের বীজগাণিতিক যোগফলই শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স প্রতি একক দৈর্ঘ্য সমভাবে বিস্তৃত লোড মোট দৈর্ঘ্য = WL [অর্থাৎ লোডই এ ক্ষেত্রে শিয়ার ফোর্স।
zero
wL/4
wL/2
WL