Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
1. The sieve sets of coarse aggregate ranges from-
Explained-- বিভিন্ন চালুনির অবশেষকে ওজনের শতকরা হারে প্রকাশ করে অ্যাগ্রিগেটের গ্লোডিং নির্দেশ করা হয়। কোর্স অ্যাগ্রিগেটের জন্য 80mm, 40m, 20mm, 10m 4.75mm বিশিষ্ট চালুনি ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The sieve sets of coarse aggregate ranges from -4.75 mm to 80 mm. (MOF 07.06.2022) 2. The sieve sets of fine aggregate ranges from 0.075 mm to 4.75 mm. নিচের কোনটি #4 নং চালুনি 4.75 mm. নিচের কোনটি #100 নং চালুনি 0.15 mm. নিচের কোনটি #200 নং চালুনি 0.075mm.
20-4.75 mm
40-4.75 mm
80-4.75 mm
100-4.75 mm
2. Cement এর Specific Gravity কত?
Explained:- পোর্টল্যান্ড সিমেন্টের জন্য Sp. Gravity = ৩.১৫। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1. Cement এর Specific gravity কত- 3.15. 2. Soil এর Specific Gravity -2.65 to 2.80. 3. Water এর Specific Gravity -1.00. 4. Sand এর Specific Gravity -2.65 to 2.68. 5. Gravel এর Specific Gravity- 2.65 to 2.68. 6. Silt এর Specific Gravity -2.66 to 2.70. 7. Inorganic Clay এর Specific Gravity 2.68 to 2.80. 8. Organic Soil এর Specific Gravity-2, <2
২.১৫
৩.৫০
৩.১৫
২.৬৭
3. PWD অনুসারে হাতে তৈরি ইটের সাইজ কত?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.PWD অনুসারে হাতে তৈরি ইটের সাইজ কত- 9.5"x4.5"x2.75". (MOF-০৭.০৬.২০২২) 2.এ প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করে -1/6. 3.ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪ ঘণ্টা। 4.১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2. 5.ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে ২.৫%। 6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩.১২৫ কেজি।6 7. ১ম শ্রেণির ইটের মাপ 240mmx112mmx70mm/ 9.5"x4.5"x2.75" 8. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m
9.5" x 4.5” x 2.75”
9.5” x 5.5" x 2.75"
9.5” x 4.5” x 3.75"
8.5” x 5.5” x 2.75
4. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাংক) যথাক্রমে ২.৫০ ও ২.২৫। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত?
Explained:- বালির ২টি নমুনার FM (সুক্ষ্মতা গুণাংক) 1:1 Combined FM= 2.50x1+2.25x1/1+1=2.37 উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1. বালির দুটি নমুনার FM যথাক্রমে 2.50 ও 2.25। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত- 2.371 (PSC বাংলাদেশ (ফোস্ট গার্ড ২০.১০.২০৭০) 2. 1.3 FM এবং 2.51M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে- 1:2. 3. 1 Kg বালির FM-2, অপর একটি বালির FM-2.6 যার ওজন 500 gm। বালি দুটিকে একত্রে করলে মিশ্রণের FM কত- 2.2. [FM- Fitness Modulus] 4. Kushtia Khulna এর নমুনা বালির FM যথাক্রমে 2.8 ও 2.2। নমুনা দুটির মিশ্রণের FM 2.5। মিশ্রণে বালি দুটির অনুপাত কি- 1:1. 5. FM-1.8 FM-2.7 বিশিষ্ট বালিদ্বয়ের মিশ্রিত অনুপাত 1:2 হলে, মিশ্রিত বালির FM কত- 2.1.
২.১৫
৩.৫০
৩.১৫
২.৩৭
5. The transverse rein for cements provided at right angles to the main reinforcement is a slab-
Explained: The distribution reinforcement have termed as transervs reinforcement is provided that to resist the stresses produced by temperature changes and shrinkage of concrete in that direction. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূন প্রশ্ন 1. The transverse reinforcements provided at right angles to the main reinforcements in a slab- Distributed load, resist the temperature stress, resist the shrinkage stress. 2. ACI code অনুযায়ী temperature bar এর ন্যূনতম পরিমাণ - 0.0025 bt(Plain bar), 0.0018 bt(deformed bar). 3. Temperature bar এর maximum spacing - 45c. 4. Two way slab এর corner এ কোন moment উৎপন্ন হয়- Twisting moment. 5. Two way slab এর corner এ কোন stress উৎপন্ন হয়- Torsional stress.
Distributed load
Resist the temperature stress
Resist the shrinkage stress
All the above
6. SI পদ্ধতিতে ওজনের একক কোনটি?
Explained:- ওজন একটি যৌগিক রাশি। ওজনকে ভাঙ্গলে তিনটি মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর ও সময়) পাওয়া যায়। দৈর্ঘ্য, ভর ও সময়ের এস আই (SI) একক যথাক্রমে মিটার (m), কেজি (kg), ও সেকেন্ড (s)। ওজন = ভরx দূরত্ব/সময় = Kgms^-2 উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. S.I system এ ওজনের একক কোনটি- নিউটন। 2. S.I system এ বলের একক কোনটি- Newton. 3. S.I system এ কাজের একক কি- jule, 4. S.I system এ ভরের একক- Kg. 5. S.I system এ দৈর্ঘ্যের একক- m. 6. S.I system এ ক্ষমতার একক- ওয়াট।
নিউটন
কেজি
পাউন্ড
প্যাসকেল
7. The main ingredient of Portland Cement are:
Explained The compositions of portlend cement is, lime (64.64%), Silica (21.28%), Alumina (5.60%); Iron- oxider (3.36%), Magnesia (2.06%) Sulpher Trioxide (2.14%); N₂O (0.05%); loss of Ignition (0.64%); lime saturation water (0.92%) The arrangement made to support an unsafe structure temporarily as; উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The main ingredients of Portland cement are Lime & Silica. 2. Portland cement এ CaO এর পরিমাণ- 63%. 3. Portland cement এ SiO2 এর পরিমাণ -22%, 4. Portland cement এ Al₂O3 =7%, Fe2O3= 3%, MgO=2%, SO3= 2%, Alkalies =1%.
Lime and Silica
Lime and iron
Lime and alumina
Silica and alumina
8. কোনটি Standard Sieve?
Explained Standard Sieve size # 4, #8, #16 #30,#50, #100 =0.152 mm. উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1. কোনটিব standard sieve - #100. 2. কোনটি standard sieve-# 4, #6, #16, #30, #50. #100. 3. FM means- Fineness Modulus. 4. সূক্ষ্ম বালির FM-<1.5. 5. মধ্যম বালির FM-15 10 20 ৩. মোটা বালির FM->2.0.
#60
#100
#40
1/2
9. The moment at a hinge will be—
Explained: The bending moment at ends of simply supported roller or hinge supported beam is taken zero উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The moment at a hinge will be - Zero. 2. The moment at a roller will be - Zero. 3. In Cantilever beam, the moment at free end will be- Zero. 4. In simply supported beam, the moment at support will be-zero.
Infinity
Zero
Depends upon acting force
none of these
10. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test এর জন্য ব্যবহার হয়?
Explained: Length Comparator are used to determine the length changes on different type of hardened mortar and concrete prisms with different sized. উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন টেস্টের জনা ব্যবহৃত হয় Soundness test. 2. Cement এ মুক্ত চুন এবং ম্যাগনেসিয়ার পরিমাণ নির্ণয়ের জন্য কোন test করা হয় -Soundness test. 3. Le Chatelier যন্ত্রের সাহায্যে cement এর কোন test করা হয় - Soundness test (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০১০ 4. সাদা cement এর বানিজ্যিক নাম –স্নোক্রিট।
Soundness Test
Setting Time Test
fineness
Normal Consistency
11. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?
Explained:- সাধারণত ইটের উপাদানে 55% থেকে 60% সিলিকা থাকে। তাই এর মাঝামাঝি Range হলো 55% • উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরু হপূর্ণ প্রশ্ন 1. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত- 55%. 2. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম- Black cotton clay. 3. ইট তৈরির জন্য মাটিতে Clay ও Sand এর অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয়- Consistency test. 4. ইটের মাটির জন্য পানি-মাটি অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয়- Moulding test. 5. ইটে ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে কোনটি -সিলিতা। 6. ইটকে শক্তি ও উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা দান করে কোনটি সিলিকা। 7. ইটে সিলিকার পরিমাণ কার- 55%, 8. ইটে অ্যালুমিনার পরিমাণ কত -10% 9. ইটে আয়রন অক্সাইডের পরিমাণ কত- ৫% 10. ইটে ম্যাগনেসিয়াম পরিমাণ কত- ১৯.
45%
30%
60%
55%
12. একটি পাত্রের। কেজি বালির FM 2.0। অপর একটি পাত্রের 500 গ্রাম বালির FM 2.6। বালি দুটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের FM কত ?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. একটি পাত্রের 1 kg বালির FM 2.0. অপর একটি পাত্রের 500 gm বালির FM-2.6, বালি দুটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের FM কত হবে- 2.2. 2. 1.3 FM এবং 2.5 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে -1:2. 3. 1 Kg বালির FM-2, অপর একটি বালির FM-2.6 যার ওজন 500 gm। বালি দুটিকে একত্রে করলে মিশ্রণের FM কত- 2.2. [FM Fineness Modulus] 4. Kushtia Khulna এর নমুনা বালির FM যথাক্রমে 2.৪ ও 2.2। নমুনা দুটির মিশ্রণের FM =2.5। মিশ্রণে বালি দুটির অনুপাত কি- 1:1. 5. FM=1.8 , FM=2.7 বিশিষ্ট বালিদ্বয়ের মিশ্রিত অনুপাত 1:2 হলে, মিশ্রিত বালির FM কত- 2.1
2.7
2.2
2.8
2.5 .
13. Separation of coarse aggregates from mortar during transportation is known as-
Explained:- খোয়া বা পাথরকুচি থেকে সিমেন্ট বালির মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। মিশ্রণে পানির পরিমাণ কম বা বেশি হলে সেগ্রিগেশন করতে হয়। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1.Separation of coarse aggregates from mortar during transportation is known as- segregation. 2.Segregation এড়ানোর জন্য কোনটি গুরুত্বপূর্ণ পানি- সিমেন্ট অনুপাত। 3.কংক্রিট সর্বোচ্চ কত উপর থেকে ফেলা উচিত 1.5 m. 4.Cement-sand mortar থেকে পানি চুয়ে পড়াকে কী বলে -bleeding
bleeding
creeping
segregation
shrinkage
14. The portion of bricks at across the width in half is called—
Explained:- ইটের গ্রন্থের অর্ধেক অংশকে হাফ ব্যাট (Half bat) বলে। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The portion of bricks at across the width in half is called half bat. 2. ইটের অর্ধ প্রস্ত বিশিষ্ট অংশকে কী বলে -কুইন ক্লোজার। 3. ইটের প্রন্থের অর্ধেক এবং দৈর্ঘ্যের অর্ধেক কোণাকুণিভাবে কেটে ফেলা হলে তখন তাকে কী বলে -কিং ক্লোজার। ইটের অর্ধ অংশকে কী বলে -হাফ ব্যাট।
half sprit
half closer
half bed
half bat
15. ২৫ গ্রাম ও ৩০ গ্রাম এর দুটি বালুর F.M যথাক্রমে ১.৫ ও ২.০ হলে মিশ্রিত বালুর F.M-
Explained:- F.M=25x1.5+30×2.0/25+30= 1.77 উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 25 gm ও 30 gm এর দুইটি বালির FM যথাক্রমে 1.5 ও 2 হলে মিশ্রিত বালির FM কত- 1.77. 2. নিচের কোনটি আদর্শ চালুনি- #100,#50,#30,#16,#8,#4. 3. FM means -Fineness Modulus. 4. #4 নং চালুনির ছিদ্রের আকার কত- 4.75 mm.
২.১৬
১.৭৭
১.৮
২.৫
17. কাঠের সিজনিং করার কাজ ব্যবহৃত হয়--
Explained:- সাধারণ কাঠ হতে সকল আবদ্ধ এবং সচল পানি বের করার জন্য সিজনিং করে moisture content 15% এর নিচে নামানো হয়। এ সব কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.কাঠের সিজনিং করার কারণ - Decreasing Moisture. 2.কাঠের Seasoning এর উদ্দেশ্য কী -জলীয় বাষ্প হাস করা, ছত্রাকের আক্রমণ প্রতিহত করা, কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা। 3. ভেজা কাঠে সাধারণত শতকরা কত অংশ পানি থাকে- 40% to 60%. 4. কাঠের সিজনিং করে সাধারণত শতকরা কত অংশ পানি রাখা হয়- ৮% থেকে ১৪%। 5. টিম্বারের আর্দ্রতা 5% হলে এর শক্তি কতগুণ বৃদ্ধি পায় - ৩ গুণ। 6. সিজনিং এর কোন পদ্ধতি বাংলাদেশের সর্বত্র ব্যবহৃত হয়- পানি সিজনিং। 7. কোন সিজনিংকে সল্ট সিজনিং বলা হয় -রাসায়নিক সিজনিং।
Increasing strength
Balancing
Balancing Strength
Decreasing Moisture
18. ASTM-এর পূর্ণরূপ কী?
Explained:- ASTM-এর পূর্ণরূপ-American Society for Testing and Materials. উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1.ASTM এর পূর্ণরূপ কী- American Society for testing and materials. 2.ACI means-American Concrete Institute. 3.AASHO means - American Association of State Higfay Officials. 4.AREA means- American Railway Engineering Association. 5.BNBC means -Bangladesh National Building Code. 6.BCI-British Concrete Institute. 7.WSD means- Working Stress Design. 8. USD means- Ultimate Strength Design.
Arierican Society for Testing Materials.
American Standard of Test Machanics.
American Standard of Testing Materials
American Society of Testing Meterials
19. For R.C.C construction the maximum size of coarse aggregate is limited to-
Explained কাজের প্রকৃতির উপর নির্ভর করে কোর্স অ্যাগ্রিগেটের আকার নির্ধারণ করা হয়। সাধারণ কংক্রিট এর কাজে ৬৩ মিমি এবং আরসিসি-র কাজে সর্বোচ্চ ২৫ মিমি আকারের অ্যাগ্রিগেট ব্যবহার করা যেতে পারে। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 3. For RCC construction the maximum size of coarse aggregate is limited to - 25 mm. 4. Coarse aggregate size range- 4.75 mm to 75 mm 5. Fine aggregate size range- 0.075 mm to 4.75 mm. 6. কোনটি coarse aggregate - Stone. 7. কোনটি fine aggregate - sand.
10 mm
15 mm
20 mm
25 mm
20. Workability of concrete is measured by:
Explained Concrete slump test or slump cone test is to determine the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Workability of concrete is measured by - Slump test. 2. রাস্তা তৈরিতে Concrete এর Slump- 2 cm to 3 cm. 3. RCC slab, beam এ slump এর মান-5 cm to 10 cm. 4. Column. Retaining wall এ Slump এর মান -7.5 cm to 15 cm. 5. RCC footing, base এ slump এর মান -5 cm to 10 cm 6.Mass Concrete 4 Slump এর মান- 2.5 cm to 5 cm.
Vicat apparatus test
Slump test
Setting time test
Fineness test